তুমি আর আসো না,
তবু তোমার নামে রাখা কিছু অভ্যাস
আজও রয়ে গেছে টিকে।

তোমার প্রিয় চায়ের কাপ,
তোমার শেষবার পড়া বই,
একটা নোট, একফোঁটা হাওয়া—
সব কিছুতেই তুমি ছড়িয়ে আছো।
কিন্তু মানুষ তো সব ভুলে যায় একদিন,
তাই না?

আমি মাঝে মাঝে চেষ্টা করি—
তোমার মুখ মনে না রাখতে,
তোমার গন্ধ ভুলে যেতে।
তবু একটা কিছু রয়ে যায়ই—
মেঘের আড়ালে, হাওয়ার ফাঁকে,
অথবা নিঃশব্দ এক দুপুরে।

আমরা হয়তো ভুলে যাওয়া শিখে ফেলেছি,
কিন্তু ভালোবাসা?
ওটা কখনও শেখার বিষয় ছিল না।

আমরা কি ভুলে যাওয়া শিখে ফেলেছি?_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ