প্রতিটি জীবনেই
স্বপ্ন নিয়ে বেঁচে থাকে
স্বপ্ন বেঁচে থাকার
আকাঙ্ক্ষা বাড়ায়।
          
চলো নিঝুম রাতে
নক্ষত্রের আলো নিয়ে
বেঁচে থাকার স্বপ্ন সাজাই
শালবনবিহারে।


যদি দু’চোখে ঘুম আসে
কল্পণায় পাবে খুব আবেশে
চলো হাঁটি দুজন
গাঁয়ে জ্যোৎস্না মেখে।


বসন্তে মৃদু হাওয়া
শীতে শিশিরকণা পড়ে
আসা-যাওয়া করো তুমি
পাখি ডাকা ভোরে।


আনন্দে উৎফুল্ল প্রাণে প্রাণে
হৃদয় শুধু তোমাকেই টানে
সুখের প্রদীপ জ্বেলে মনে
প্রেম হোক শুধু তোমার সনে।


আকাশের ঐ সূর্যটা
ভুবন জুড়ে আলোর সন্ধান দেয়
তোমার ছোঁয়ায় প্রেমময় জীবন
অন্ধকারেও সুখময় বার্তা দেয়।


প্রেম হোক-মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ