স্বপ্নগুলি আকাশে তুলে,
চাঁদ আলোকিত জগৎ ভরে।
একটি নীরব রাতে কবিতা লিখি,
স্বপ্ন ও কথার মাঝে নিবিড় করে।


সুখ ও দুঃখের পর্দা ছেড়ে,
আমি নির্জন আলোকের মধ্যে থাকি।
চাঁদের আলোতে স্বপ্ন লেখা হাতে,
মনের বাঁধ ভেঙ্গে দিন-রাত থাকি।


গাড়ো অন্ধকার রাতে,
মনে হয় অবসান নেই স্বপ্নের কাছে।
কালো রাতের সীমানায়,
জীবন নামের সীমাবদ্ধতার কাছেও
স্বপ্ন বিভোর হতে চায় যেকোনো খানে।


অসুখী হতে চাই না কখনও এই রাতে,
শান্তি আছে এই নির্জন রাতে।
স্বপ্নের জগতে নৌকা চলায়,
মন্ত্রমুগ্ধ হই এই নির্জন রাতের আলোয়।


সুষম বাতাসে স্বপ্ন তুলে নিয়ে,
জগত ভরা সুখ দিয়ে মন সুখী করে।
একটি নীরব রাতে কবিতা লেখি,
স্বপ্ন ও কথার মাঝে নিবিড় করে।


নির্জন রাত___মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ