তোমার হাত ধরে, হেঁটেছি কত পথ
শুনেছি তোমার, জীবনের করুণ গল্প
তোমার চাওয়া-পাওয়া, বেশি কিছু নেই
স্বস্তিক মানুষের জীবনবোধ, শুধুই অল্প।


তোমার ঐ মায়াবী চোখে
যখন চোখ পড়ে আমার
নিজেকে হারিয়ে ফেলি
নির্জন নির্বৃত্তে তোমার শহরে।


টিপ, টিপ বৃষ্টিতে, দু'টি দেহ ভিজে
লেপ্টে থাকা কাপড়ে, হয় একাকার
তখন সুগন্ধি ছড়ায়,তোমার এলোচুলে
হীমেল আলিঙ্গনে, প্রেম পূর্ণতার।


শরীরের তোমার দারুণ সুগন্ধি
মাদকতার গন্ধ লেগে থাকে নাকে
তোমার চিত্তে মাতাল আমি
গাজরা,মহুয়া,দেবদারু ডাকে।


প্রেম পূর্ণতা-
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ - Mohammad Sheikh Kamaluddin Sharon