চলো একদিন ঘুম ভাঙানিয়া ভোরে
ছুটে চলে যাই স্মৃতির ভেলায় চড়ে।
যন্ত্রজীবন জটিলতা সব ভুলে
পাতা উল্টাই পুরোনো ঘরের কোলে।


একরাশ স্মৃতি আগলে স্বপ্ন ছোঁয়া মন
আঙুলের তার স্বপ্ন জালি বুনে।
আজ ফেলে আসা ছবি অঙ্কন
অন্তরানুভূতির সুক্ষ্ণ তারে সুর উঠেছে বেজে;
মনের কোণে ঝুপ করে সন্ধ্যা নামে —
নিঃস্তব্ধতায় মোড়া মনে তে;
চোখে নকশা কাজলে আঁকা‚
ঝংকার তুলুক তোমার সীমান্তে।


ক্যামন করে নাম দেয়া নাম -
হারিয়ে যায়?
প্রথম চুমুর অমৃত স্বাদ —
ফুরিয়ে যায়?


বাসবো ভালো তোমায় আজ -
রোদ্দুরের মতো‚
পুড়ে যাওয়া শীতে —
মেপে নিও‚ উষ্ণতা কতো!


দেখেছি তব প্রসন্ন মুখ প্রভাতের আলোয়‚
তোমার মুখচ্ছবি মনেতে স্বপ্ন ছড়ায়—
সরোবরের আধফোটা কোন পদ্মের মত‚
আমার হৃদয় তোমার পানে চেয়ে অবিরত।


আমার কল্পলোকের শেষ কোন সীমানায়‚
আমি যে দেখি তোমায় অস্পষ্ট আভায়।
অর্ধেক সমুদ্র তুমি‚ অর্ধেক আকাশ—
চাই আমি তুমি রও আমার বারোমাস।


কোথায় খুঁজছো কোন হৃদয়ে
শান্তি সুখের সম্প্রতি‚
এখানে নাই ত' আর শৃংখলার আলোকসজ্জিতনীতি।
গঙ্গার মতো বহে ধরা
গভীর স্রোতে তার‚
স্থিরঅবস্থা উপরিভাগ
বড্ড শান্ত ভালোবাসার।


যদি শান্তির হদিস খুঁজি
তবে নিজেই নিজের পুঁজি।


যন্ত্রজীবন-
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ