মন খারাপ হলেই
ঢাকা শহরে
ঘণ্টায় ভাড়া রিক্সায়
ঘোড়া আমার পুরনো অভ্যাস


বিশ্বাস করো, তোমাকে যেসব জায়গায় পাওয়া যাবে সেসব জায়গায় বেশি বেশি ঘোরাঘুরি করতাম


কখনো শাহবাগ, কখনো পরিবাগ,কখনো লাভ রোড কখনো কাটাবন পাখির দোকানে।


ময়না পাখি আমার খুব প্রিয়
কারণ ময়না, মানুষের মতই কথা বলতে চাই
যেমনটা তুমি চেয়েছিলে, থাক আর গভীরে যাওয়ার দরকার নেই


সেটা কথা নয়, কথা হলো তুমি আমাকে ময়না বলেই ডাকতে
তুমি এখনো কি ময়নার ডাক শোন?
নাকি অবলীলায় আমার মত সবকিছুই ভুলে গেছো?


ভূলতে আমি তোমাকে পারবোনা!
কারন আমি তো আর বনের ময়না না!
বনের ময়না পোষ মানলেও  সুযোগ পেলে পালিয়ে যায়
আমার পালানোর কোন সুযোগ নেই


কেন পালানোর সুযোগ নেই,সেই প্রশ্ন আর তুমি করোনা
আর প্রশ্ন তুমি করবেই বা কেন এখন তো আর তোমার প্রশ্ন করার প্রয়োজন বোধ করো না।


তুমি জানো কি?
এখনো আমি তোমার জন্য
রমনা পার্ক,সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি চত্তরের মোড়ে বসে থাক?


আর তুমি জানবেই বা কেন?
তুমি তো এখন অন্যময়
যা আমার থেকে অনেক দূরে
তবে আমি ভালো আছি
রিকশায় ঘুরছি আর ভাবছি জীবনকে পরিবর্তন করবোই করবো।


জীবন আমার পরিবর্তন হবে, এ আমার বিশ্বাস আছে
গাড়ির চাকার মতই জীবনের মোড় ঘুরে যেতে পারে
শেষ চেষ্টাটুকু করছি আর ভাবছি মানুষ এত পাষণ্ড কিভাবে হয়?


আমিও তো মানুষ, তবে আমি কেন পারলাম না? এ আর আমি পারবো না, কোনদিনই না, তুমি ভালো থেকো,ভালো থেকো,ভালো থেকো.........