এখনো অহর্নিশ, তোমার গায়ের গন্ধ পাই  আমি
দেহের গন্ধে এ ভুবনে, আমি নেশাহীন মাতাল
আমার কাছে,লক্ষ-কোটি ফুলের গন্ধও তুচ্ছ হতে পারে
যে সুগন্ধ ছড়িয়ে দিয়েছো তুমি আমার হৃদয় পাড়ে।


চলতে চলতে, চলার পথে, হাজারো বুক জড়িয়ে ধরি, আমার বুকে
কারো কষ্টে ভরা বুক, আবার কারো সুখেও উতলা বুকের নাচন
আমার দেহে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে, সুতা ছাড়া হৃদয়ের বাঁধন
আমি অনুরণ ও অনুনয়ে, ভালবাসার শান্তনায়,বেঁধে রাখি সকল বোধ।


যে নীতিতে আমি বিশ্বাসী, তা হতে পারে রাজনীতি
মানুষের সুখে-দুঃখে, পাশে থাকার অমূল্য অস্ত্র
এই নীতির, সর্ব-খর্ব, আমি কখনোই করিনি
আমি চেয়েছি মানুষের কল্যাণ,যা ব্যক্তির সমন্বয়ে হতে পারে রাজনীতি।


আমাকে অসংখ্য গালা-গাল করেছ তোমরা, আমি তাতে বিন্দুমাত্র কষ্ট পাইনি
আবার যদি রাজপথের কোন মিছিলে, তোমাদের সাথে দেখা হয় আমার
তাহলে বুকে জড়িয়ে তোমরাই বলবে, নেতা আপনিই আমাদের অধিকার
রাজপথে উঠছে স্লোগান মানবতার, আমি বন্ধু হবো জনতার।


মানুষের সুখে-দুঃখে-
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ