মনের কথা বলতে চেয়ে
কিছুই, বলছি না কেন?
কিছু কথা মনের ভেতর
থাকুক সাজানো;


নিত্যদিনের পূর্ণতা
থাকুক মনে মনে,
অপেক্ষার প্রহর কিছু
থাকুক চোখের কোণে।


রাত নামুক আকাশের বুকে
জমিন হোক অন্ধকার,
জোনাক জ্বলুক, মন-মন্দিরে
দেহে আলো-অন্ধকার।


যাচ্ছে জীবন, যন্ত্রণাময়
তবু জ্যোৎস্না মাখা, হাসি
দূরে দূরে থেকেও আমি
তোমায়, শত ভালোবাসি।


মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ