তুমি চলে যাওয়ার পর,
অপেক্ষা শুধু ফাঁকা নয়,
ওখানে কিছু জন্ম নেয়—
একটা অভ্যাস, একটা অভিমান,
একটু নিরবতা,
আর কিছু না বলা কথা।
ঘাটে জল আসে রোজ,
আমি ভাবি—
তোমার পায়ের শব্দ কি বৃষ্টির ফোঁটার মতো?
নাকি জলের গর্জনের নিচে চাপা পড়ে গেছে
তোমার ফিরে আসার সম্ভাবনা?
তবু প্রতিদিন ঠিক ভোরে উঠে
ঘড়ির কাঁটা আর স্রোতের গতি মেলাই।
কারণ অপেক্ষা মানে কেবল আশা নয়—
এটা একটা সময়,
যার সঙ্গে মানুষ বাঁচে, মরেও।
অপেক্ষার ভিতরও কিছু জন্ম নেয়_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ