এক বৃষ্টিস্নাত রাতে-
টিনের চালে ঝুম ঝুম আওয়াজ
শরীরে শিহরণ জাগায়
মন বলছে তুমি আছো
বৃষ্টি কিংবা বাতাসে!
তোমার শরীরের গন্ধ
আমার হৃদয় জুড়ে সুভাষ ছড়ায়।


অন্ধকারেও বুঝতে পারি
তোমার নখের চিমটি কাটার ব্যাথা
তোমাকে নিয়ে আমার মনের অনুভূতি
প্রেম জাগানো হৃদয়ে সহস্র স্মৃতি
নীরবে-নিভৃতে ঝরে পড়ে।


ধুলোর মিছিলের আমি, একাই সহযাত্রী
ধূ ধূ মরুর বুকে,নিঃশ্বাসহীন অভিযাত্রী
রাতের তারা আর দিনের আলো
সূর্যলোকে আমি ছিলাম ভালো
প্রেমহীন হৃদয়ে যত আরাধনা
সুখে থেকো তুমি, করি প্রার্থনা।


সুখে থেকো তুমি
__মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ