তোমার জন্যই, আমার বুকের পাঁজর,কত ব্যাথা-বেদনায় হয়ে গেছে নীল আকাশ
তোমার জন্যই, আমার বুকের ভিতরে
কষ্ট জমে জমে হয়ে গেছে মেঘ
শুধু তোমার জন্যই,আমার চোখ দুটি গলে গলে হয়েছে সাগর।


তুমি আমাকে কী দেখো?
আমি মরুর বুকে ধুলোর মিছিল
তুমি আমাকে কী দেখো?
আমি নিরাশার আকাশে উড়ন্ত গাংচিল
তুমি আমাকে কী দেখো?
আমি জ্বলন্ত কয়লাই মরা উনুন
তুমি আমাকে কী দেখো?
আমি গভীর রাতে সদ্য বিধবার বোবা কান্না


না,তুমি তো আমাকে,এখন আর দেখতে পাও না!
এখন তোমার শত শত চেনা মুখ
এখন তোমার পায়ে পায়ে,ভিড় করে কত প্রিয় লোক;


কেউ তোমাকে না চিনলেও,আমি চিনেছি টিক
বুকের ভিতর যন্ত্রণারা, ঘুরে এদিক ওদিক;
তোমার জন্যই, খুঁজে ফিরি ভালোবাসার সুখ
সুখ তো নয়, যেন হৃদয়ে অসুখ!
তোমার প্রয়োজনে,ছিলাম আমি প্রিয়জন
তোমার প্রয়োজন নেই,তাই ভেঙ্গে দিলে আমার এই মন।


তোমার জন্যই,
আমার চোখের জল ঝরে পড়ে রোজ
কেনই-বা রাখবে বল,তুমি আমার খোঁজ;
অন্তঃহিন দুঃখের শিকল পায়ে
আজীবন কষ্ট মেখে গায়ে
তোমাকে না পাওয়ার স্বরলিপি
দিয়ে সাজানো জীবন
ভালোবাসার বিষাদে কা কা করে মন!
কা কা করে মন!
কা কা করে মন….!