আজকাল হয়েছে কি আমার !
নিজেও বুঝতে পারছি না, কোনক্রমে কাউকে বুঝাইতেও পারছি না !
বুকের পাজর জুড়ে, যে ছোট মন্দির রয়েছে-
সেই মন্দিরের সারাক্ষণ অসম্ভব তোলপাড়।


জন্ম জন্মান্তরের উপক্রমে, বিস্ময়ের অনুভব ;
বড্ড দৃষ্টিহীন লাগে নিজেকে,
এ যেনো অন্ধ হয়ে, অন্ধকারেই ডুবে যাচ্ছে জীবন ;
একাকীত্ব গ্রাস করেছে, বেঁচে থাকার সম্ভাষণ।


নিঃশব্দে অদৃশ্য শহরের সুর, ভেসে বেড়ায় নিজকর্ণে
বহু আশা-ভরসা নিয়ে, খুজে পেতে হাতড়াই
আমার বাহুবল, শূন্যে ফিরে আসে,নিজের কাছে
কখনো, কখনো শূন্যে ভেসে বেড়ানো জীবন,আনন্দের স্বপ্ন দেখায়।

গারো অন্ধকারে, নিজেকে রাজার রাজা মনে হয়
আমার স্বপ্নের রাজ্যে, সিংহের চেয়েও ক্ষমতাধর রাজা আমি
পরক্ষণেই ভাবনার গতিবেগ পাল্টে যায়,
এতো রাজত্ব নয়,শুধুই অসম্ভব আকর্ষণ।


অন্ধকারেই আমার প্রত্যাশা, পূর্ণতার মুখ দেখতে চায়
হে নিঝুম রাতের তাঁরা, তোমরা সাক্ষী থেকো এই আনন্দের
আমার দেহের, গারো শ্বাস-প্রশ্বাসের, অতিরঞ্জিত সুখের
উহ্, এত সুখ, যেন নিজেকে অন্ধকারে ক্ষতবিক্ষত করেছে!


অতঃপর,
আমি বুঝে নিলাম,আমার গায়ে রহস্যের চাদর মোড়ানো,
সুখের চাদর ভেবে, দুঃখের চাদর গায়ে পড়ে নিয়েছি
অকপটেই নিজের গভীর অনুভূতির প্রকাশ করছি
ইচ্ছে করে অন্ধকার ছিরে ফেলি ঝাপসা আলোয়।


অনুভূতির ছোঁয়ায়, জড়িয়ে ধরে আমায়, অস্পষ্ট ছায়া,
স্পষ্ট হয়না প্রিয় মুখ,আমি অনুভব করি অশরীরী প্রেম,
অস্থিরতায় নড়েচড়ে উঠছে আমার সর্বস্ব দেহ,
নিস্তব্ধজীবন পিপাসায় শুকিয়ে আসছে কন্ঠ নালী।


অশরীরী প্রেম-
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ