পুরনো বিশ্বরোড এ দাঁড়িয়েছিলাম-
তোমার অপেক্ষায়।
ভাবছিলাম, তুমি কখন আসবে?
ভাবনাগুলো,মাঝে-মধ্যেই
এলোমেলো হয়ে যায়।


কি এক অদ্ভুত শিহরণ!
তুমি আসবে এই ভেবে!
তোমার আসার কথা
সকাল দশটার মধ্যে-
কিন্তু তুমি আসলে দুপুর বারোটায়।


আসলে উন্নয়নশীল দেশে,উন্নয়নের ছোঁয়ায়
মনের মানুষকে হারিয়ে ফেলতে হয়,
তা আমার জানা ছিল না।


সেই চিরচেনা ঢাকায়
তুমি গাড়ি থেকে নামলে;
তুমি আমি খুব কাছাকাছি ছিলাম
তার পরেও কেন জানি-
তোমাকে খুঁজে পাচ্ছিলাম না।


আচ্ছা তুমি বলো?
এই চিরচেনা শহরে
চিরচেনা তুমি টা কে
যখন খুঁজে পাচ্ছিলাম না
তখন আমার কেমন
অনুভূতি হয়েছিল?


জানি তুমি বলতে পারবেনা!
কারন, তুমিতো অনুভূতির অনুকরণ;
আমি বড় পেরেশানি হয়েছিলাম।
ফ্লাইওভারে এ মাথায়,ঐ মাথায়
তোমাকে খুঁজছি পাগলের মত।


খুজছি আর ভাবছি
অল্প একটু জায়গার মধ্যে
তোমাকে খুঁজে পাচ্ছিনা!
এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে?


যাই হোক,
অবশেষে তোমাকে পেয়েছি
মনের সকল অনুভূতি
মাঝে-মধ্যেই তোমাকে বলেছি
তুমিও অনেক কথা বললে;
যা আমার হৃদয়ে গেঁথেছি।


আজও তোমার কণ্ঠস্বর
বাঁজে হৃদয় গভীরে
গভীর রাতের ভাবনাগুলো
বলছে তুমি আসবে ফিরে।