স্বপ্ন দেখি প্রতিদিন—
নিজেকে গড়ার, সবার গর্ব হবার,
একদিন চিৎকার করে বলব—
“হ্যাঁ, আমি পেরেছি!”
কিন্তু ক্যালেন্ডারটা ফেলে দেয় চোখে জল,
বছর ঘুরে যায়,
তবু সেই এক পৃষ্ঠায় দাঁড়িয়ে আছি আমি।
যেখানে লেখা,
“দূরবীন থেকে চোখ সরাও—
সুদিন ঠিক পাশেই।”
মানুষ এখন আর সুখ খোঁজে না,
তুলনায় জেতে চায়।
তাই তো এক কাপ চায়ে কারও মুখে তৃপ্তি,
আর কেউ দামি রেস্তোরাঁয় বসে খোঁজে অপূর্ণতা।
তুলনাই শুষে নেয় শান্তি,
তুলনাই গিলে ফেলে নির্ভেজাল হাসিগুলো।
স্মৃতি এসে ঝরে পড়ে
পুরনো জানালায়, ধুলো মাখা বিকেলে—
বইয়ের পাতায় আজও তার গন্ধ,
যা চলে গেছে, সে কিন্তু পুরোটা যায়নি।
জীবন থেমে যায় মাঝে মাঝে,
চারপাশের কোলাহলে ডুবে যায় চাওয়া-পাওয়ার হিসাব,
তবুও মেঘের আড়ালে আলো খেলে—
রেখা টানে নতুন কোনো সম্ভাবনায়।
একটা পৃষ্ঠা বদলালেই হয়তো শুরু হবে
নতুন অধ্যায়—
যেখানে নেই তুলনা, নেই কষ্টের ছায়া,
শুধু নিজেকে নিয়ে এক নিঃশ্বাসে বাঁচার অধিকার।
"একটা পৃষ্ঠা বদলানোর অপেক্ষায়"_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ