নিঃস্বাস গুলো আমার
অমানুষের ভিড়ে হারিয়ে যায়
নিঃসন্দেহে পৃথিবীর-
অতিরঞ্জিত মানুষ রুপি হায়েনারা
আমার বক্ষপিঞ্জরের-
হৃদপিণ্ড ছিড়ে নিতে চায়।


নিঃশব্দে কাঁদতে কাঁদতে আমি
নোনা জলের সাগরে পরিনত হয়েছি
এখন সবাই ভয় পায়
আমার বেদনার সাগরে সাতার কাটতে।


আমার আকাশ-
বেদনার রংমশালে অন্ধকার
এখন খিড়কির আলো দেখে উম নেয়
আলোর মুখোশে-
অন্ধকার আমায় ঘিরে ধরেছে
তবুও খিড়কির আলোকে
হৃদয় উজাড় করে চুমু দেয়।


জীবনের বিষাদগুলো অপলকভাবে
ঝাপসা দৃষ্টি নিয়ে তাকিয়ে দেখি
পৃথিবীটা ঘুরছে, ঘুরছে মানুষ
স্বার্থের দৃষ্টিকোণে নিঃসঙ্গ ফানুস।


অভিমান-রাগ, মিটে যাক ক্ষোভ
নিঃশেষ হয়ে যাক,মানুষের লোভ
স্বার্থের পৃথিবীতে, নিঃস্বার্থ উদয়ন হোক
মানুষের কল্যাণে,মানুষ বেঁচে থাকুক।


খিড়কির আলো
_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ