তুমি চিনলে টাকা, তুমি চিনলে না মন
আমি তোমার কেউ না, টাকাই প্রয়োজন
আমার বুকে, বুক রেখে, করলে পকেট চুরি
জানতাম নারে প্রাণবন্ধু, মারবে বুকে ছুরি
বিষের জ্বালায় এখন আমি, ছটফটাইয়া মরি
তবুও আমি বার বার তোমার প্রেমে পড়ি।


প্রিয়া, ও প্রিয়া, বল টাকা দিয়ে কি আর, কেনা যায় মন ?


তুমি ভাবলে না কখনো আমার কথা
চলে গেছো দিয়ে বুকে হাজার ব্যাথা
তোমার জন্যই নষ্ট আমার এ জীবন
প্রিয়া, ও প্রিয়া, বল টাকা দিয়ে কি আর, কেনা যায় মন ?


আকাশ সমান ভালো আমি, বেসেছিলাম তোমায়
জানতাম নাগো এত কষ্ট দিবে আমায়
তোমার দেওয়া হাজার স্মৃতি, করে জ্বালাতন
প্রিয়া, ও প্রিয়া, বল টাকা দিয়ে কি আর, কেনা যায় মন ?


বিধির দেওয়া অভিশাপে, ভেঙ্গে পড়া যোগাযোগে
বদলে গেছে জানি তোমার মন
তোমাকে না পেলে আমি
তোমাকে না পেলে আমি
হয় যেন মরণ, আমার হয় যেন মরণ
প্রিয়া, ও প্রিয়া, বল টাকা দিয়ে কি আর, কেনা যায় মন ?