সন্ধ্যার আলো পড়ে মুখে,
তোমার মুখ নয়—
তোমার ছায়া।
যেটা আমি আজও জড়িয়ে রাখি,
তাকেই বলি "তুমি"।

এখন আর ছুঁয়ে দেখতে পারি না,
তবু মনে হয়—
তুমি এসে দাঁড়ালে,
বুকের বাঁ পাশ হঠাৎ কেঁপে ওঠে।

বুকের ওম থেকে হারানো ক্ষমতা
যদি একদিন ফেরত আসে,
আমি আবার শিখে নেব—
তোমার মনখারাপ বুঝে যাওয়া
শব্দ ছাড়াই।

"তোমার ছায়া, আমার ছুঁয়ে থাকা"_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ