আমি কিছু লিখতে পারি,না তুমি ছাড়া
আমার জীবনের ডায়েরীতে, শুধুই তুমি
অভিমান বলো আর অবিরাম বলো
সবকিছুতেই তোমার বিচরণ
ভালোবাসি,ভালোবাসবো
হয় যদি আমার মরণ।


লাল গোলাপের পাপড়ি দিয়ে, লিখব তোমার নাম
তোমায় ভালোবাসার জন্য যদি, হয় হাজার বদনাম
হাজার পাখির সুর দিয়ে গাইবো তোমার গান
তুমি আমার জান, তুমি আমার বেঁচে থাকার প্রাণ।


একদিন অভিমান করে, তুরাগ নদীর পারে
দাঁড়িয়ে ছিলাম দুজনেই আনমনা হয়ে
ভালোবাসার তীব্র ব্যাথা ছুয়েছে আমার বুক
তবুও আমি তাকিয়ে ছিলাম, দেখতে তোমার প্রিয় মুখ।


আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া
আমার জীবনের কোন স্বপ্ন নেই তুমি ছাড়া
আমার মন কিছু ভাবতে পারেনা তুমি ছাড়া
আমি কিছু বুঝতে চাইনা তুমি ছাড়া
আমি হলাম সাগর তুমি হলে ঢেউ
চুপি চুপি করবো প্রেম জানবে না তো কেউ।


কামারপাড়া ইউনিভার্সিটি সংলগ্ন
দাঁড়িয়েই হলাম, তোমার প্রেমে মগ্ন
বাবুবাজার ব্রিজের নিচে, টং টি-স্টল
অভিমান আর অনুরোধে পড়ল চোখের জল।


দেশে যখন করোনার, খুব ছড়াছড়ি
মিরপুরের হার্ট ফাউন্ডেশনে
দু`জনেই করোনা রোগীকে জড়িয়ে ধরি;
রোগী ছেড়ে আসলাম বাসায়, রাত হয়েছে খুব
মৃত্যুর খবর আসলো ফোনে, ধরফর করে বুক।


ভালোবাসার ইতি কখনো, টানতে চাইনি আমি
ভালো তোমায় বেসেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছ তুমি
এভাবেই তোমার আমার, প্রেমের গল্পের ছড়াছড়ি
সারাজীবন পাশে থাকবো,শপথ নিয়ে দুটি হাত একসাথে ধরি!


দুটি হাত একসাথে ধরি!
দুটি হাত একসাথে ধরি!
এসো দুটি হাত একসাথে ধরি!


তোমার বিচরণ-
কবিঃ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ