না, ভাবা যাবে না।
ভাবলেও, বলা যাবে না।
আর যদি বলে ফেল?
তাহলে মুক্তি এবার?
মোটেও না।
কিভাবে লিখবে তবে বিনিদ্র রাতের শায়েরী!


এই শোক, শোক নয়;
অপরাধবোধ।
নামগুলো মুছে মুছে যায়।
ছায়া সব যায় সরে সরে।
সবাই ঘুমিয়ে যায় সময় হলে,
তুমি শুধু জেগে থাকো অপরাধবোধে।
মুক্তি নেই,
মুক্তি ছিল কি কখনও?


****************************