অবশেষে আমিও কাউকে মন দিলাম।
একটা নারীকে দেখে মুগ্ধ হয়ে এই কবিতা লিখতে বসলাম।
জানি আমার লেখা হয়ত তার পছন্দ হবে না,
তাকে যে ভালবাসিলাম সে তো এখনো জানেই না।
তাহার পরিচয় থাক না গোপন
প্রার্থনা করুন সে যেন হয় আমার আপন।
তাহার সাথে বৃদ্ধ হতে চায় আমার মন
জন্ম থেকে একা জীবনে কাউকে দিলাম মন।


আমি এখনো জানি না এই
নতুন যাত্রাতে কি হবে শেষ পরিণতি!
আমার হৃদয় পাগল তাহার জন্যে,
সে যেন আমাকে ছেরে না যায় এই মিনতি।
এই মনের ভেতর পুলকিত হয় তাকে দেখে,
এই হৃদয়ের মাঝে দোলা দেয় তাহার জন্যে,
সে তো এখনো জানে না জানালে যদি রাগ করে বলি নি তাই।
হয়ত আর করবে না যোগাযোগ কিংবা নিবে প্রতিশোধটাই।
যাই করুক হারাতে চাই না কি করি উপায়
তাহার জন্যে আমি উপায় খুঁজিয়া মরি হায়।


তারপর একদিন শুনলাম বন্ধুর কাছে
মেয়েটি নাকি ঘুরতেছে কারো সাথে।
আমি তো এখনো বলি নাই তাকে প্রেমের কথা
তবে কি ভুল ছিল আমার না বলা।
অতীতে ছিল না প্রেম হয়ত আজও হইল না
তাহাকে হয়ত আর পেলাম না।
গোপনে একদিন খবর পাইলাম মেয়েটির
সে নাকি পেয়েছে নতুন প্রেমিক আবার!
ওদিকে আমি করি হায় হায়
আর আমি বাদে তার পিছনে ছুটছে সবাই।
বাঁচিলাম আমি বড় বাঁচিলাম প্রেম না করে
তবে মাঝে মাঝে মনের ভেতর এখনো প্রেম জাগে।