চাকরিটা আর হল না,
কি হবে করে আর অপেক্ষা
কাল হয়ত বধূ সাজে,
অন্য কারো রানী হবে।
আমার মনটা নেই ভালো,
অমাবস্যা শুরু হল
তোমার ওই আকাশে,
মেলা ডানা মোর ভেঙ্গে গেছে।
মনের দুঃখে তাই লিখি আমি,
বুঝি নি তুমি অনেক দামি।
আজ তাই হারানোর বেদনা নিয়ে,
বিদায় নেব আমি হারিয়ে গিয়ে।


কস্টটা কেউ বুঝল না,
কষ্টের মাঝে জীবনটা।
হয়ত একদিন পাব চাকরি,
সেদিন হয়ে যাবে অনেক দেরি।
এখন এই মনে ঝড় উঠেছে জোরে,
আমি হয়ত হারিয়ে যাব নেশার ঘোরে।
তুমি আর হয়ত ফিরবে না এই বুকে,
তবুও কামনা করি থেকো যেন সুখে।


স্বপ্নগুলো আজ নেই আমার এই জীবনে আর
আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলি আমার।
হারিয়ে ফেলার নেই কিছু আর,
যা ছিল সব গেছে চলে।
এই মনের ভেতর আগুন,
আরও বেশি বেশি করে জ্বলে।
বেকারের ভালোবাসা অপূর্ণ থেকে যায়
মধ্যবিত্তের কষ্টগুলো, কেউ কি আছো? দেখবে হায়!