তুমি বিনা এই জীবন বিরহময়
আমি মদ খাই না মদ আমারে খায়।
নেশা করতাম না যদি পেতাম তোরে
আজ তুই নেই বলে আমায় নেশা আদর করে।
নেশা করলে ভুইলা থাকি তোরে
রোজ রাতে চাঁদের দেশে যাই নেশার ঘোরে।


মাতাল জীবন মাতাল আমি মাতাল নেশাখোর
যে আমার আপন ছিল সেই হল পর।
বুঝি নাই নেশার মাঝে আছে অনেক সুখ
আগে যদি জানতাম তাহলে দেখতাম না ওই মুখ।


তাহার লাইগা জীবন গেল বুঝল না রে সে
তাই আজ আমি হারিয়ে গেলাম নেশা তে।
প্রেম করার আগে তোমরা যদি একটু সুযোগ পাও
ভুল করার আগে তোমরা নিজেকে শুধরিয়ে নাও।