ইচ্ছেগুলি কত বড়, হতাশা আর এক চুমুক তৃষ্ণা নিয়ে
কষ্টের সমুদ্রের প্রেমিকার নাবিক ধিক্কার দেই নিজেকে।
গ্লাসের ভেতরের স্বপ্নগুলো এক ধাক্কায় ঢেলে পড়ে গেলে
কত অশ্রু ঝরলে গ্লাসটা আবার ভর্তি হবে, তুমি চলে গেলে।
কষ্টের আরেক নাম চোখের সামনে বিরহের ব্যর্থতা দেখা
নিয়েছ আমার সব, দিয়েছ তোমার বিষের পেয়ালাটা।
পাবো না জেনেও কেন বার বার করি একই ভুল
হতাশার নদীতে নৌকা পায় না খুঁজে কুল।


আমার এইদিক ওইদিক সব দিক হল শেষ
আমার সব গেল থাকল শুধু তোমার দেওয়া বিষ।
এই আগুনে পানি দিলেও থামে না বরং আরও বাড়ে
এই মনের অশান্তিতে, বোঝে না কেউ আমারে।
এত কাপোলের ভিড়ে আমি একা থাকি, তুমি চলে গেছ
নতুন সুখের কাছে অতীতের কষ্টটা হয়ত ভুলে গেছ।
জীবনের মাঠে পরাজিত বিরহের রাজা আমি
আমার হৃদয় নিয়ে খেলা করে জিতেছ তুমি।


এখনো রাত জেগে চেয়ে থাকি অন্ধকারে
ঘুমগুলো সব হারিয়ে গেছে আধারে।
যখন হবে না কিছু, কেন নিয়েছিলাম পিছু
যেখানে যাই তারে নাহি পাই, বাকি নেই কিছু।
হয়ত বেলা আমার ফুরিয়ে গেছে, পরাজিত আমি
নৌকাটা আমি বাইয়া বেড়াই কুল নাহি খুঁজে পাই।