মেয়ে, দেখো চাঁদের দিকে চেয়ে,
কত যে কষ্ট রয়েছে তাহার বুকে।
কখনো বা মেঘের আড়ালে ঢেকে যায়,
আমাবস্যায় সে জোছনা হারায়,
অমাবস্যা রাতে বুঝি কলঙ্ক ঢাকে,
তবুও জোছনা ছড়িয়ে সে হাসে,
কারণ সে যে আকাশকে ভালবাসে।


মেয়ে, তুমি কি জোছনা ভালোবাসো?
জোছনা বিলাসে যাবে আমার সাথে?
জানালাটা খুলে ডেকে নিও কাছে,
দেখ চাঁদ পুড়ছে আর
এই শহরে ফোঁটা ফোঁটা জোছনা ঝরছে।
আর তুমি হবে সেই জোছনার রানী।


রাতের আলোয় মেয়ে, তুমি চাঁদ নেবে?
তোমার কপালে টিপ বানিয়ে দেব।
তারা দিয়ে সাজাবো শাড়ির আচল,
আর জোছনা দিয়ে দেব ওই মুখে মেখে,
অন্ধকার রাতে ছড়াবে তোমার রূপের আলো।


মেয়ে, চল জোনাকির আলো জ্বেলে,
চল দুজন হারিয়ে যাই, ইচ্ছার ডানা মেলে।
জোনাকিরা উড়ছে গাছে, আলোকিত করছে,
ঠাণ্ডা বাতাস বইছে আহা জানালার কাছে।
ভালোবাসার চিঠি লিখলাম জোনাকির ডানায়,
বাতাসে প্রেম পাঠিয়ে দিলাম তোমার জানালায়।
তুমি আমার চাঁদ, আমি জোছনা ভরা রাত।