অধিকার সেটা অনেক কঠিন জিনিস
কেন আমরা পরের উপর মিথ্যের অধিকার চাই?
সে তো আমার নয় তবুও কেন অধিকার দেখাই?
একা ছিলাম একা আছি আমার ছিল না কেউ
কষ্টে বুক ফেটে যায় দেখার নাই তো কেউ।
কেন মিথ্যে স্বপ্ন দেখি অধিকার কেন চাই?
আমি কার কে আছে আমার কেন হৃদয় হারাই?


শুধু চেয়ে চেয়ে দেখি তোমাদের সবাই কত সুখী
যাকে লাগে ভালো সেও আমায় ব্যথা দিল।
পর জেনেও আমি দেখ কত লোভী
এই মনটা অধিকার চেয়ে স্বার্থপর হয়ে গেল।
কেন বার বার পরের উপরে অধিকার চাই?
সে তো আমার নয়, আমাকে চায় নি কখনো।
কেন বার বার অধিকারের মায়ায় হারাই
জানি কেঁদে আমার লাভ হবে না কখনো।


অতীতে ছিলাম একা আজও আছি একা
এই একা জীবনে পেলাম না কারো দেখা।
ইচ্ছে করে তোমাদের মত আমিও স্বপ্ন দেখব
ইচ্ছে করে আমিও কারো ভালোবাসার অধিকার হব।
ফর্মালিটি সবখানে বাস্তবে কেউ আমার নয় তো
সবার আছে ভালোবাসা, আমার জন্যে নেই তো।


অধিকার নেই আমার তোমার প্রতি করেছি ভুল জীবনে
আমিও ভালবাসতে চেয়েছিলাম কাউকে।
তোমাদের মত কাপোলর ভিড়ে আমি একা
সবাই আছো কত সুখে, আমার নেই কপালে লেখা।
সুখ কোথায় কিসের মায়ায় অধিকার আমি চেয়েছিলাম?
কেন একাকীত্ব ভাল্লাগে না এই জীবনে কি পেলাম?