আগস্ট এলে নীল আকাশটা হয় কেন যে ভারী?
মেঘেরাও কেন নিকষকালো দেয় নিরুদ্দেশ পাড়ি!


প্রতিবার দেখি আগস্ট এলে বৃষ্টি কেন ঝরে?
বৃষ্টিভেজা পাখিরাও যে চিৎকার শুধু করে!


আগস্ট এলে আসে না কেন মধুর লোভে অলি?
খোকার প্রশ্নে নিশ্চুপ ভাবি উত্তরে কী বলি!


অবুঝ খোকা নাছোড়বান্দা শুধায় বারে বার,
খোকার এমন প্রশ্নবাণে থাকা যে যায় না আর।


শুনতে চাওতো, কান পেতে শোন, এবার তবে থাম,
বাংলার বুকে ফুটেছিল ফুল শেখ মুজিবুর নাম।


স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা তিনি বাংলার মিতা,
তিনিই হলেন বঙ্গবন্ধু, তিনিই জাতির পিতা।


এ ফুলটি ধরণীর বুকে ঘ্রাণ  ছড়াল যবে,
পিষিয়ে দিল সেই ফুলটি, রাখল না এই ভবে!


অবাক চক্ষে জিজ্ঞাসে সে, কাজটি করল কারা?
তীব্র রোষে আঁতকে বলে, এ কোন লক্ষীছাড়া!


ওরা হিংস্র ওরা বর্বর ওরা বিপথগামী,
ওদের বিচার করুক যেন স্বয়ং অন্তর্যামী।


আগষ্ট এলে তাইতো হৃদে বাজে সকরুণ সুর,
পিতা হারা জাতির এ দুঃখ কে করবে দূর?