ক্যজসাই মারমা ১৯৮১ সনের ১৩ই জুলাই খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি হেডম্যান পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি হাটহাজারী কলেজ থেকে বিএসএস ও সরকারি মোহসীন কলেজ, চট্টগ্রাম থেকে মাস্টার্স সম্পন্ন করেন। তাছাড়া তিনি একজন শিক্ষক হিসেবে ফেনী পিটিআই থেকে সিইনএড ও চট্টগ্রাম বিএড কলেজ থেকে বিএড প্রথম বিভাগ অর্জন করেন। কবি শৈশব থেকেই কলেজ থেকে প্রকাশিত পত্রিকা ও স্থানীয় পত্রিকায় লেখালেখির সাথে জড়িত ছিলেন। বর্তমানে তাঁর কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ বন্ধন, অরণ্যে দিনরাত্রি, অরণ্য কলি ও কোভিডবিশ্ব ও কবিতা প্রকাশিত হয়েছে। তিনি বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে সম্মাননা ক্রেস্ট ও সেরা কবি হিসেবে খেতাব লাভ করেছেন।
ক্যজসাই মারমা বাংলা-কবিতায় নতুন যোগ দিয়েছেন।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.