হেমন্তের দিনে, বৃষ্টি কেউ চিনে!
সময়টা কেমন বেরসিক,
কবিতাই পুঁজি, তাই ছন্দ খুঁজি
হৃদয়টা হলো কাব্যিক।


ফসল কাটার ধুম, চাষা ভাই নির্ঘুম
চারিদিক ফসলের গন্ধ,
কাক ভেজা বৃষ্টিতে, অপরূপ সৃষ্টিতে
বৃষ্টির রিমঝিম ছন্দ।


হেমন্তেও হায়! গগনে মেঘের ছায়
ভিজেছে মহুয়ার বন,
কবিও ভাবনাতে, নির্ঘুম নিশি কাটে
উদাসী তাই কবির মন।


হেমন্তের শুষ্কতায়, বাদলের ফোটায়
প্রাণ পেল শাখ পাতা,
মনে মনে কবি, আঁকে কত ছবি
খোলে ডায়েরির পাতা।


নতুন ধানের ঘ্রাণে, দোলা দিল প্রাণে
জীবনটা হলো আয়েশি,
হেমন্তের ঘনঘটায়, লুকিয়ে প্রেম রটায়
মন খোঁজে তার প্রেয়সী।


তারিখ ঃ০৭/১২/ ২০২১খ্রী
ইটছড়ি, খাগড়াছড়ি।
(লঘু কৃত্তিকা ছন্দে রচিত)