বর্ষা এলো বছর ঘুরে
     ফুটবে কদম ফুল,
কদম ফুলে সাজবে খোঁপা
     গাঁয়ের বধূর চুল।


মেঘের উপর মেঘ করেছে
        ডাকছে বজ্রনাদ,
    পৃথ্বীর তরে বর্ষা যেন
     প্রকৃতির আশীর্বাদ।


অঝোর ধারায় নামবে বাদল
        দোলনচাঁপার বনে,
খোশমেজাজে জমবে আসর
         প্রিয়জনের সনে।


লিখবে কবি বর্ষার কাব্য
    গদ্যে কিংবা ছন্দে,
প্রজাপতি হবে ব্যাকুল
    হাসনাহেনার গন্ধে।


কারোর কণ্ঠে উঠবে বেজে
       প্রিয় কাব্য খানি,
কেউ বা আবার ভাববে বসে
     প্রিয়ার মধুর বাণী।


কৃষক কৃষাণ ছুটবে মাঠে
     লাঙ্গল গোরু লয়ে,
দেশের তরে ফলায় ফসল
      রোদ বৃষ্টি সয়ে।


আশ্রয় খোঁজে ফিরবে নীড়ে
      বনের বিহগ কুল,
বানের জলে উপচে পড়ে
       নদীর সরু কূল।


বাদল ধারায় সতেজ হলো
        স্নিগ্ধ শহর গাঁ,
তুমি পাশে নেই বলে আজ
      মন করে খাঁ খাঁ।


তারিখ : ১৮/০৬/২০২৩ খ্রি
ইটছড়ি, খাগড়াছড়ি।