ইছে করে যেতে ফিরে ছেলেবেলার দিনে,
মুক্ত স্বাধীন এমন সুদিন পেতাম যদি কিনে।


নদীর বাঁকে মাছের ঝাঁকে হতাম খুদে জেলে,
এমন অতি মধুর স্মৃতি কবে এলাম ফেলে!


বেলা ভুলে নদীর জলে দিতাম শুধু ডুব,
সেই দিনেতে ফিরে যেতে ইচ্ছে করে খুব।


শিমের বীচি কাঁঠাল মুচি পকেট থাকতো ভরা,
এসব খেয়ে খেয়ার নেয়ে কাটতো কত ছড়া।


রাখাল বেশে বেড়াই চষে কত রাখাল ভীড়ে,
এত সুখের দিনগুলো ফের পেতাম যদি ফিরে।


মাঝে মাঝে শিকার খোঁজে ফেলে সকল খেলা,
বন বাদাড়ে বেড়াই ঘুরে কাটাই সারা বেলা।


মাস্টার মশায় পেটান কষায় কী আসে যায় তাতে,
ছুটি পেলে বইটা ফেলে কী আনন্দে মাতে!


চড়ুইভাতি নেচে মাতি কী কোলাহল কল,
সেদিন মতো সরব হতো তেঁতুল গাছের তল।


শীতের শেষে ফাগুন মাসে ফুটতো শিমুল ফুল,
ফুল কুড়াতে সেথায় যেতে হয়না কভু ভুল।


লোহার চাকায় চলত ঠেলায় মেঠো পথটি ধরে,
ভাইটি মাঝে সুযোগ খোঁজে পেছন পেছন দৌড়ে।


ব্যস্ততা আর দায়িত্বের ভার ছিল নাকো তখন,
এমন মধুর দিনগুলো মোর ফুরালো যে কখন?


কমলছড়ি, খাগড়াছড়ি।