কেউ বলে আমি হিন্দু
কেউ বলে ভাই মুসলমান,
বুদ্ধ, খ্রীষ্ট গেয়েছে সবাই
মানবতার জয়গান।


তবে কেন পথের শিশু
অনাহারে দিন কাটে,
নগ্ন গায়ে কাঁপছে শীতে
মরছে পথে-ঘাটে।


মানুষে মানুষে দেখছি কত
হিংসা হানাহানি,
মায়ের বোনের ইজ্জত নিয়ে
করছে টানাটানি।


সত্যি যদি হও তুমি ভাই
সৃষ্টির সেরা জীব,
মানুষ মেরে উৎসব করো
কাটেনা তোদের জিভ?


মানুষ মারতে কত আয়োজন
বানাও কত অস্ত্র,
তোমার পিছে ঘুরছে দেখো
নেইকো অন্ন বস্ত্র।


কাকের মাংস কাক খায় না
তোমরা সবি খাও,
সব পেয়েও বলিস তোরা
দাও আরো দাও।


স্বার্থের টানে অন্ধ তোরা
হারিয়েছো দিকবিদিক,
মানুষ হয়েও ঘৃণ্য তোরা
ধিক তোদের ধিক!


তারিখ ঃ২৫/১১/২০২১ খ্রী
কমলছড়ি, খাগড়াছড়ি।