পাহাড়েতে জন্ম আমার
পাথারে আমার বাস,
জন্ম থেকেই নিরবধি
ছুটছি বারোমাস।


পাহাড় বেয়ে নামি আমি
পারাবারে মিশি,
ছায়া ঢাকা সবুজ বনে
পাবে আমায় দিশি।


কলকল সুরে ছুটি আমি
দূর ওই সাগর পানে,
খেলব সুখে সেথায় মিশে
জোয়ার ভাটার টানে।


আমার ধারায় তনু ভেজায়
বনের প্রাণীকুল,
বর্ষা এলেই উপচে পড়ে
আমার সরু কূল।


শান্ত শীতল কন্যা আমি
বর্ষাতে হই যৌবনা,
স্বচ্ছ সলিলা মোর বুকেতে
নীড় বেঁধেছে খঞ্জনা।


পাহাড় সুখে আমি সুখী
তাহার দুঃখে দুঃখী,
সে যে আমার অস্তিত্ব
আমার প্রাণের সখী।


ধ্বংস করে পাহাড় যারা
নেইকো তাদের মতি,
পাহাড় উজাড় বন্ধ করো
এইটুকু মোর মিনতি।


তারিখ :২৭/০৯/২০২০
কমলছড়ি, খাগড়াছড়ি।