ও মাঝি ভাই,        নেবে কি আমায়?
           কর্ণফুলীর পাড়ে,
ওই পাড়েতে,            হবে যে যেতে
       কথা যে দিয়েছি তারে।


দেখ না চেয়ে,         ও ভাই নেয়ে
           তাজা সব ফুলকলি,
সইছেনা তর,          কী চাইবো বর?
           দাওনা আমায় বলি।


কী সে চায়,         বলেনি আমায়!
          তুমি কি জানো ভাই?
জানি কী করে,     সে তো বহুদূরে
           এখন কী  উপায়!


সেদিন হঠাৎ,        বাড়িয়ে দু'হাত
        ফুলগুলো দিয়ে গেলে,
কিছুই না বলে,    নিশ্চুপ গেলে চলে
        বলোনি কোথায় পেলে!


লাজুক চোখে,      জানিনা কী সুখে
        কী যেন বললে ইশারায়,
একাকী নির্জনে,     হয়েছিনু আনমনে
       বুঝতে পারিনি আমি, হায়!


ছন্দঃ স্বরবৃত্ত
তারিখ ঃ২৭/০৮/২০২১ খ্রী
চিৎমরম, কাপ্তাই, রাঙামাটি।