মিষ্টি কিছু হাওয়া দিতে
     বললে সেদিন তুমি,
মেঘের খামে তাই পাঠালাম
   তোমায় দেবে চুমি।


সেই হাওয়াতে আছে মিশে
      গন্ধরাজের  ঘ্রাণ,
এমন হাওয়া ছিল কি চাওয়া?
     ভরবে তোমার প্রাণ।


আকাশ জুড়ে মেঘ করেছে
    নীল দিগন্তে দ্যাখ,
কখনো যদি লাগলে হাওয়া
  ডাকিও সেদিন মেঘ।


হাওয়ারা এসে করবে শীতল
     তোমার হৃদয় কায়া,
সেই হাওয়াতে পাবে আমার
     ভালোবাসার ছায়া।


হাওয়া যদি হঠাৎ এসে
   উড়ায় তোমার চুল,
ভেবে নিও চিনতে তোমায়
     করেনি সে ভুল।


হাওয়ার মাঝে শোন যদি
      মিষ্টি কোন তান,
ভেবে নিও শোনায় তোমার
    আমার লেখা গান।


ফিসফিসিয়ে বলবে তোমায়
     অনেক ভালোবাসি,
চুপটি করে থেকোনা কিন্তু
    আঁকিও একটু হাসি।


তারিখ ঃ ০২/ ০৪/ ২০২৩ খ্রি
ইটছড়ি, খাগড়াছড়ি।