গেল রে গেল!             সবটা গেল!
             আমার সাধের মোচ,
খাটের নিচে               সোফার পিছে
              সবখানেতে খোঁজ।


ছিলাম দিব্যি                  সুন্দর খুবি
           এইতো শোবার আগে,
ঘুমের ঘোরে                নিয়েছে চোরে
             ক্যামনে নিল বাগে!


জ্যোতিষ  ডাকো             পুলিশ ডাকো
              নিখোঁজ সংবাদ দাও,
থেকোনা বসে                 খোঁজো চষে
                 মোচটা যেন পাও।


মোচ নিয়ে ভাই                ব্যস্ত সবাই
                মোচটা কোথায় পাই?
মোচটা পেতে                 সিন্দুক ঘেঁটে
                  কোথাও কিন্তু নাই!


চিন্তার রেখা                   দিলো দেখা
          ভাঁজ পড়লো কপালে,
এই বসুধায়                 যদি না পাই
          খুঁজতে যাবে পাতালে।


আজব কথা!                বলছ যা তা
             মোচ নিয়েছে চোরে!
শুনিনি কভু                দেখি তবুও
          মাথা কি তাদের ঘোরে?

মোচটা যবে               ফের গজাবে
             ভরবে রাশে রাশে,
এই না বলে                ছোকরা ছেলে
            দাঁত কেলিয়ে হাসে,


ছেলের কথায়            থামলো সবাই
             বোধ ফিরল শেষে,
মোচের পিছে              শ্রমটা মিছে
             বুঝলো পরিশেষে।


তারিখ ঃ১৭/০৬/২০২২ খ্রি
কমলছড়ি, খাগড়াছড়ি।