বউটা আমার              শান্তমনার
              চটেনা কোনদিন,
বছরে তবে               দু'একবার হবে
            ফোটায় মাঝে পিন।


কী ওসব!                 দেখছি আজব!
             সুঁচ তুল্য কেশ,
চল্লিশ মোটে            বুড়োটা বটে
          ধরলো কেমন বেশ!


বয়স হলো              তাই গজালো
             মেঘবরণ মোচ,
নাই যদি মোচ           শ্রীহীন পুরুষ
           সবখানেতে খোঁজ।


না বুঝে সে               রুক্ষ বেশে
         উঠল আবার ক্ষেপে,
পুরুষ এ সাজ          দেখাব যে আজ
           ব্লেডটা দেব চেপে।


হুংকার  ছলে               চেঁচিয়ে বলে
           দেখতো ধরে আয়না,
এরচে সুন্দর                জংলি বাঁদর
            এ সাজ দেখতে চাইনা।


ইতিহাস মানো           কী ছিলো জানো
            শাহজাহানের বেশে?
মোচওয়ালা সে            নাম লিখেছে যে
             বউকে ভালোবেসে।


বলল শেষে                   একটু কেশে
           বলোনি কেন বুঝিয়ে?
দেখিনি আগে               বেশ তো লাগে
             এবার রেখো গুছিয়ে।


এবার শান্ত                   হলো যে ক্ষান্ত
           বসলো আমার পাশে,
আজ বলে যাই            মোচওয়ালারাই
             বউকে ভালোবাসে।


তারিখ ঃ ১১/০৬/২০২২ খ্রী.
কমলছড়ি, খাগড়াছড়ি।