সবচে' বড় এই পরিবার  শিক্ষা পরিবার,
একসাথে তাই থাকতে পেরে মন খুশি সবার।


একজনের দুঃখে আমরা দুঃখী সুখী সবার সুখে,
শত কষ্টে একটু হাসি ফোটাই সবার মুখে।


কেউ বা আছেন সশি প্রশি কেউ বা বড় বাবু,
বাবুর কাছে কাছে গেলে ওভাই হয়রে সবাই কাবু।


তবুও ওভাই তার কাছে যাই সব সমস্যা নিয়ে,
সব সমস্যার সমাধান পাই  বাবুর কাছে গিয়ে।


আজকে এলাম আমরা সবাই মনাটেকের পাড়ে,
উদ্যোগটা ভাই যে নিয়েছে থ্যাংকস দিলাম তারে।


মহালছড়ির মনাটেক পাড় কী সুন্দর পরিবেশ,
সবাই এসে বলছে হেসে আহা বেশ বেশ বেশ!


কেউ বা আছেন খোশমেজাজে কেউ বা ছায়ায় বসে,
নাচে গানে কাটছে সবাই এই পিকনিকে এসে।


ঐ দেখ না কেউ বা আবার হেসেই লুটোপুটি,
বন্ধু-বান্ধব কাছে পেয়ে কাটছে মজায় ছুটি।


খুশি সবাই বেরিয়ে আজ কর্মক্ষেত্রের গণ্ডি,
হৃদয় খুলে সেলফি তুলে হচ্ছে ফ্রেমে বন্দি।


হাসি গানে কাটলো সবাই মনের দুঃখ ভুলে,
সুখ স্মৃতিটা গেঁথে নিলাম হৃৎ ক্যামেরায় তুলে।


পিকনিকটা আজ সফল হলো সুনীল দাদার জন্য,
আমরা সবাই তাইতো বলি ধন্য দাদা ধন্য।


তারিখ ঃ ২২/০৩/২০২৪
মনাটেক, মহালছড়ি।