অধ্যবসায়      করো মশায়
    সফল হতে গেলে,
কষ্ট বিনে        সফলতা
    সহজে কি মেলে?


পৃথিবীর সব     জ্ঞানী গুণী
     তাঁদের দেখো ফিরে,
দিবারাত্রি          শ্রম দিয়েছে
     আরাম আয়েশ ছেড়ে।


ভাগ্যদেবী         কখন আসে
       চেয়ে থাকে যারা,
বোকার স্বর্গে     আঁধার যুগে
        বাস করছে তারা।


শ্রম ছাড়া যে       সফল হওয়ার
       নেইকো এমন যন্ত্র,
কঠোর শ্রমে         ভাগ্য আনে
        এটাই আসল মন্ত্র।


অশ্রু ছাড়ি          আহাজারি
        করবে সেজন বলি,
অলসতায়          দিন যে কাটায়
        ফুটবে না আর কলি।


সময় থাকতে       ভাগ্যটাতে
         দিয়ো তবে শাণ,
মানো যদি          হবে সিদ্ধি
      বাড়বে তোমার মান।


সোনার হরিণ       ধরবে সেদিন
       দেখবে জয়ের মুখ,
শ্রমের দ্বারাই        দুঃখ তাড়াই
       জুটবে মনের সুখ।


তারিখ ঃ২২/০৮/২০২০
কমলছড়ি, খাগড়াছড়ি।