একদিন ঠিক ডাক পড়বেই সুদূর ওপার থেকে,
সেদিন জানি রাখবে আমায় কাপড় দিয়ে ঢেকে।


স্বজন এসে নতুন বেশে সাজবে তাই জানি,
থাকবে পড়ে চুপটি করে নিথর দেহখানি।


পড়শী স্বজন কাঁদবে বসে আসবে কত লোক,
বন্ধু বান্ধব সবাই এসে জানাবে শেষ শোক।


নতুন করে দেখতে মোরে ভিড়বে কতজন,
ক্ষণেক তরে তাদের হবে ভারাক্রান্ত মন।


বিদায় দিতে প্রস্তুতিতে ভিড়বে স্বজন কত,
নীরব হয়ে থাকবে পরে বক্ষে নিয়ে ক্ষত।


কান্নার রোলে ভাসবে সবাই আমার ছোট্ট ঘরে,
শেষবার তাই দেখবে চেয়ে একটু স্পর্শ করে।


উঠোন জুড়ে পড়বে সাড়া কল কোলাহল রবে,
যন্ত্রবিহীন রথে আমায় শ্মশান পাড়ে নেবে।


বাদ যাবে না প্রথা রীতি ধর্মীয় আয়োজন,
অনিত্যের কথা বলবে জানি ভিক্ষুসংঘ গণ।


করে ক্রন্দন বন্ধু স্বজন তুলবে চিতায় সবে,
বহ্নির তাপে দেব সঁপে কিছু না আর রবে।


মোর শূণ্যতা বুঝবে তখন প্রতি ক্ষণে ক্ষণে,
চাঁদের আলো ছড়াবে যেই পড়বে আমায় মনে।


দূর আকাশে সেথায় মেশে থাকব আমি মেতে,
তখন আমি অনেক দূরে চাইবে কিন্তু পেতে।


ক'দিন পরে পড়বে চাপা ব্যস্ততারই ভাঁজে,
থাকবে শুধু কবিতাখানি তোমাদেরই মাঝে।


স্বরবৃত্ত ঃ ৪+৪+৪+১/২
তারিখঃ ০৪/১০/২০২০
কমলছড়ি, খাগড়াছড়ি।