সঙ্গ দোষে লোহা ভাসে
গুণীজনেরা কয়,
এই দেখ না কেমন সত্য
তাঁদের কথার জয়।


আম বাগানের ফাঁকে সেদিন
লাগিয়েছিলাম পেঁপে,
ধরবে যেদিন ইচ্ছে  মতো
বেচবো কেজি মেপে।


এই না ভেবে কত না সুখে
কাটিয়েছিলাম দিন,
সেই সুখটা রইলো না আর
আমি যে ভাগ্যহীন!


পেঁপে গাছে ধরবে পেঁপে
এটাই ছিল কথা,
আশায় দেখছি গুড়েবালি
তাইতো মনে ব্যথা।


পেঁপে গাছে আম ধরেছে
ওমা, একি কাণ্ড!
পেঁপে পেড়ে হাতে নিয়ে
এবার হলাম ক্ষান্ত।


আমের সঙ্গ পেয়েছে বলে
হতে চেয়েছে আম,
আম আকৃতির এমন পেঁপে
পাবো কি ভাই দাম?


তারিখ ঃ০১/০৩/ ২০২২ খ্রী
কমলছড়ি, খাগড়াছড়ি।