চারিদিকে আজ হই হল্লা
       সাংগ্রেইং এলো বলে,
সাংগ্রেইংকে আজ করবো বরণ
       ভিজবো মৈত্রী জলে।


মৈত্রী জলে সব মুছে যাক
       চিত্তে যত গ্লানি,
সবার মনে জাগুক আশা
    কাটুক সকল ম্লানি।


সবাই মিলে গাইব মোরা
   নতুন সাংগ্রেইং গান,
নতুন গানে নতুন সুরে
    ধরবে সবাই তান।


ধ, আলারি এই খেলাতে
    উঠবে সবাই মেতে,
রঙিন বস্ত্রে রঙ ছড়িয়ে
     দিনটা যাবে কেটে।


আতাদা তে ফাসোয়ং খাওয়া
     নেইতো কারোর মানা,
তেত্রিশ প্রকার সবজি থাকে
      তাতো সবার জানা।


সাংগ্রেইং এলে পুরনো বছর
     বিদায়ী সুর বাজে,
ফুলে ফলে প্রকৃতি তাই
      নতুন করে সাজে।


সাংগ্রেইং এসে সবার মনে
    জাগায় নতুন আশা,
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
     ছড়ায় ভালোবাসা।


তাই বুঝি ভাই সাংগ্রেইং এলে
          প্রফুল্লিত মন,
    ধনী, গরীব, মধ্যবিত্ত
         খুশি সর্বজন।


(সাংগ্রেইং -- মারমাদের নববর্ষ, ধ/ আলারি-- মারমাদের ঐতিহ্যবাহী এক ধরনের খেলা, আতাদা--- মারমারা নববর্ষের তৃতীয় দিনকে আতাদা বলে, ফাসোয়ং --- আতাদা'র দিনে ৩৩ প্রকারের সবজি মিশ্রনে তৈরিকৃত ব্যঞ্জনকে মারমারা ফাসোয়ং বলে)


তারিখ ঃ ১৪/০৪/২০২৩ খ্রি
কমলছড়ি, খাগড়াছড়ি।