বাইকটা আমার শখের বটে
     অনেক কষ্টে কেনা,
ধার নিয়ে ভাই কেনা বলে
      একটু হলো দেনা।


বাইকটা এখন নিত্যসঙ্গী
    চলার পথের সাথী,
কর্মস্থলে পৌঁছতে লাগে
     শুধু একটা লাথি।


সাত সকালেই ব্যস্ততা খুব
  কলেজে মেয়ের তাড়া,
ছেলেটাও যে স্কুলে যাবে
     বলে, একটু দাঁড়া।


একটু পরে গিন্নি চেঁচায়
  আজ যে হলো দেরি,
স্কুলে পৌঁছে দাওনা ওগো
   করবে আমায় কেরি?


কখনো কাটে মজার বিকেল
       প্রিয়জনের সাথে,
মাঝে আবার বাইকে চড়ে
        মগ্ন কাব্য পাঠে।


বাইকের টানে হাওয়া যখন
      উড়ায় প্রিয়ার চুল,
লুকিং গ্লাসে উঁকি দিতে
       হয়না কভু ভুল।


সময় এখন অনেক দামী
     কর্মময় এই দিনে,
জীবনটা যে পুরাই অচল
    এই বাইকটা বিনে।


তারিখঃ ২৬/০৬/২০২৩ খ্রি
কমলছড়ি, খাগড়াছড়ি।