ভুলটা আমার        করলাম সংসার
          তোমায় ভালোবেসে
সুখের রেখা           দিলো না দেখা
          তোমার ঘরে এসে।


বছর কুড়ি               হলাম বুড়ি
        এখনো চলছি রেঁধে,
প্রতিটি বেলা             দুঃখের ভেলা
       ঠেলছি কোমড় বেঁধে।

দাসী হয়ে               যাচ্ছি সয়ে
        টানছি সংসার ঘানি,
দিলে যে কথা        দেবে না ব্যথা
        রাখবে সেজে রানী।


হয়েছে হয়েছে         খুব হয়েছে
         থামাবে কি বকবক?
এই যে বাচাল         বাড়ালে প্যাঁচাল
          মুখে লাগাব লক।


তবে যে বললে        তোমায় পেলে
          গাছ তলাতেও সুখ,
এখন কেন             বললে হেন
           জুটল ভালে দুঃখ।


আমার মতো          সরল যতো
        কোথায় পাবে দ্যাখ?
এরচে বেশি           পাবে না দিশি
         সবাই দেবে ছ্যাঁক!


বিয়ের আগে        যেমন বাঘে
          সাহস ছিল কত,
তোমায় পেয়ে        বিষম খেয়ে
           মাথাই হল নত।


ভীরুর মতো        বাদ দাওতো
          অলুক্ষণে কথা!
তুমিই স্বামী         সবচে'  দামী
       তুমিই আমার কর্তা।


যতই বলি        কটু বুলি
         যতই করি গর্জন,
তুমিই জীবন       তুমিই মরণ
       তুমিই সেরা অর্জন।


তারিখ ঃ ২৩/০১/২০২৩ খ্রি.
কমলছড়ি, খাগড়াছড়ি।