একাকী ছিলাম যবে    প্রেম সুখ অনুভবে
              মায়ায় জড়ালে মোরে,
হৃদয়ে যত শূন্যতা    পেয়েছে আজ পূর্ণতা
             বেঁধেছো যে বাহুডোরে।


আকাশের নীলিমায়    সুখের নীল জোছনায়
                   কল্পনায় স্বপ্ন আঁকি,
আশার প্রদীপ জ্বেলে    ইচ্ছেরা  ডানা মেলে
                 সুখ জলে ভাসে আঁখি।


সুখে বিভোর অল্পতে   দুঃখ ভাগাভাগির গল্পতে
               বেদনারা হয়েছে লীন,
অভাব ঘুচার অভিনয়ে  দারিদ্র্যরা পলাতক ভয়ে
                সুখী তাই নিশিদিন।


স্বপ্ন বুনি  নিয়ে তারে     কাব্য লিখি বারেবারে
                  ছন্দেরা ব্যাকুল আজ,
এঁকে চলি কল্পনায়     হৃদয়ের মাঝ আঙিনায়
                  গড়েছি প্রেমের তাজ।


এলোমেলো ইচ্ছে যত   সাগরের লহরীর মত
               স্বপ্নেরা ছিলো অধরা,
আবেগী খুনসুটিতে     দুঃখরা আজ ছুটিতে
              স্বর্গীয় সুখ দিয়েছে ধরা।

রংধনুর সিঁড়ি বেয়ে    সুখ খুঁজেছি স্বর্গে যেয়ে
                  দুঃখ সেথা থরে থরে,
তোমারি প্রেম ছোঁয়ায়   স্বর্গ সুখ পেয়েছি ধরায়
                  আমাদের ছোট্ট ঘরে।


তারিখ ঃ ১৩/১০/২০২২ খ্রি
কমলছড়ি, খাগড়াছড়ি।