ভোর সকালে ঘুম ভেঙে যায়
     বাবুই পাখির ডাকে,
বাসা বোনার ধুম লেগেছে
     গুবাক তরুর শাখে।

মৌমাছিদের ব্যস্ততা ভাই
     সূর্য উঠার আগে,
কথা বলার নেইতো সময়
    ছুটছে কুসুম বাগে।

বেলা হলেই শালিক দুটো
    কিচির মিচির ডাক,
গোল ঘরে যে পড়বে ঢুকে
    একটু পেলেই ফাঁক।

বুলবুলিটা নীড় বেঁধেছে
   সাগর কলার গাছে,
ফুড়ুৎ করে ফের উড়ে যায়
   একটু গেলেই কাছে।

বিকেল হলে ফুল বাগিচায়
    মেলে রঙিন ডানা,
হরেক রঙের প্রজাপতি
   বাড়ে আনাগোনা।

কুকুর দুটো পাহারাদার
     বিশ্বস্ত যে তাই,
পরিচয়টা দিতেই হবে
উপায় যে ভাই নাই।

উঠোন জুড়ে পাখপাখালির
     কল কোলাহল রবে,
এমনি করে দিন কেটে যায়
    বেশ তো আছি ভবে।

তারিখ ঃ ১৮/০৪/২০২৩ খ্রি
কমলছড়ি, খাগড়াছড়ি।