গগন আচ্ছাদিত কোটি ক্ষুধার্ত শকুনিতে,
সূর্যের কিরণ ছোঁয় না মাটি নিশ্চুপ পৃথিবীতে।
হিংস্র হায়নাগুলোর কালচে ছায়ার আড়ালে আঁধার চারিধার।
ওখানে কোনো এক কদাকার মাকড় নোংরা জাল বুনছে,
পেয়ে এক নতুন শিকার-
উন্মত্ত লালসায়, মেকি আলোর অন্তরালে;
যাতে নিংড়ে নিতে পারে আরেকটি নিষ্পাপ প্রাণ।
মহাকাব্যিক ন্যায্যতা হয়ে থাকুক কালের দাবি।
সপ্তাহের সেরা কবিতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন আপনাকে প্রিয় কবি।
সতত শুভেচ্ছা কবি।
সুপ্রভাত কবি।
রক্তিম শুভেচ্ছা।
চমৎকার লিখেছেন প্রিয় কবি।
রূপক কবিতাটি প্রিয় কবির ভাবনার
গভীরতার প্রমাণ বহন করে।
খুব, খুবই ভালো লিখেছেন,
অনেক শুভ কামনা রইল।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন সম্মানিত কবি।
ভালো থাকুন সতত।
কাব্য পাতায় অনেক ভাল লাগা রেখে গেলাম।
সতত শুভেচ্ছা কবি।
"দেখে নিস একদিন আমরাও"
"আশায় বাঁচে চাষা " আমার অন্যতম প্রিয় প্রবাদ...
সময়ের প্রতিচ্ছবি কবিতার পঙতিতে পঙতিতে, রূপক যথার্থ... খুব দুর্বোধ্য হলে, কবিছাড়া আর কেউ বুঝবেননা,.
এমন আরও বুদ্ধিদীপ্ত কাব্য লিখুন, আমরা ঋদ্ধ হবো...
উপস্হাপনা করে গেলেন প্রিয় কবি।
অনেক অনেক প্রীতি ও
শুভেচ্ছা রইল কবি!.
রূপক নিয়ে আমার পাতায় আপনার কথা। বড় যথার্থ বলেছেন। "মাকড়" এ একই অনুভূতি হচ্ছে। অভিনন্দন, সম্মানিত কবি।
শুভরাত্রি , অশেষ শুভেচ্ছা , ভাল থাকুন সদা, প্রিয়কবি ।
অনেক অভিনন্দন, প্রিয় কবি।