তিন তানকা


।। এক শালিক ।।


লাল কৃষ্ণচূড়া
গাছের ডালে আনমনে
শালিক উদাসী।
গান গায় অচেনা সুরে
দিন রাত হৃদয়-বিলাসী।



।।  অলীক ।।


এক জোছনা রাতে
বাঁশঝাড়ে হুতোম পেঁচা
চুপচাপ বসে রয়।
আলো-আঁধারির খেলায়
তার ছাঁয়া বৃহৎ মনে হয়।



।।  উড়াল ।।


উড়ছে এক দাঁড়কাক
মৃদুমন্দ বাতাসে
রোদেলা বেলায়।
এদিক-সেদিক ভাবলেশহীন,
নির্ভয়, ঠিকানাবিহীন।