কৈশোরে ভাবতাম, কবি হব
কখনো কখনো ভাবতাম গায়ক হব,
হল না, হল না,
সংঘাত জীবনে নেমে এলো
উৎরে যেতে চলে গেল জীবন থেকে
পাঁচ যুগ, ভুলে গেছি আজ ।


ছন্দগুলো, সেই কৈশোর বেলার
আবার এসেছে ফিরে হৃদয় মাঝে,
ছন্দ আর সুর, লয় তালে।
অনাপন বয়ে চলে ঝরনার মত,
আঁচড় কাটে, হৃদয়ের কথাগুলো,
কখনো কবিতায় আর গানের সুরে।
মনের কথাগুলো আটকে রাখি
রোজ নামচায়, বন্ধ খাঁচায়।


আমায় যদি কভু মনে পড়ে
খুলে দেখ বার বার আমার এ, বন্ধ খাঁচা,
এখানে বন্ধী করে রাখলাম আমার জীবন ।
মরণের পরে ও খুঁজে পাবে মোরে
এই রোজ নামচায় ।।