বুঝি হারিয়ে ফেলেছি প্রণয়ের বর্ণমালা, পকেট হাতড়ে পাচ্ছি না-
মনের অভিধানের মলাট ছিঁড়ে গেছে, তাতে ধুলোবালি জমেছে বেশুমার।
ইদুরে কেটেছে পাতা,- উইপোকা খেয়ে গেছে ভাজে ভাজে অসংখ্য শব্দমালা,
মন্বন্তরে খোয়া গেছে মেধাবী স্মরণশক্তি ; ভুলোমনা হয়েছি বড্ড আজ।


একি রাগ, না অনুরাগ! মায়া, না ছলনা! কিছুইতো বুঝতে পারি না,
পড়তে পারি না তার মনের পৃষ্ঠার লেখা, লালিত বিশ্বাস ভেঙ্গে দিচ্ছে।
ঝড়ে ও ঝঞ্ঝায় দূর্বিপাকে, ছিঁড়ে উড়ে গেছে চাল ঘেরা ভেন্নাপাতা,
পরাণের ঘরে পড়ে ফোঁটা ফোঁটা বিরহবৃষ্টি, আর ঝড়ের তীব্র ঝাঁপটা।


কিভাবে যে বেঁচে আছি, কেন ই বা বেঁচে আছি! কিছুই বুঝি না এখন,
যত তারে বুঝাতে চাই, কড়া নাড়ি হৃদয়ের, সেতো দুয়ার খোলে না।
খোলে না জানালা, কেমনে বল বুঝাই মর্মব্যাথা, কি করে বলি তারে,
ফিরে গেছি কত রাত-বিরেতে, সকাল-সন্ধ্যায় শূণ্যতা ও হতাশায়!


বুকের কপাট খুলেই রেখেছি, খোলাই থাকে ছয় ঋতু বারো মাস,
বসন্তের কোকিল ডাকে, উড়ে যায়, ফিরে আসে আবার কোন বসন্তে।
--------------------- ---------------------
২৪শে এপ্রিল ২০২০, ১১ই বৈশাখ ১৪২৭, শুক্রবার, রাতঃ০৯ঃ৪৪ মিনিট,  (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.