বয়সটা আবেগের
🖋️🖋️শ্রী সজীব চন্দ্র খাসকেল 🖋️🖋️


চারদিকে সব রঙিন লাগছে বয়সটা যে ষোল


চড়ুই,ময়না,ঘুঘু, টিয়া কোথায় এরা গেল।


হয়তো তারা বাসায় বসে লিখছে প্রেমের ছন্দ


অবুঝ মনের ব্যাকুলতায় হচ্ছে হৃদয় লন্ড বন্ড।


মানছে না মন কোনো বাঁধা শুনছে না কোনো বারন


বয়সটা যে ষোল এটাই তার কারন।


কেউবা তোমায় পাবার জন্য দিচ্ছে গলায় দড়ি


কেউবা আবার স্বপ্ন দেখে তোমায় নিয়ে দিবে হাজারটা পথ পাড়ি।


কেউবা আবার তোমার জন্য হচ্ছে প্রেমিক কবি


কেউবা আবার রঙ তুলিতে আঁকছে তোমার ছবি।


কেউবা আবার ভাবছে তোমায় শিমুলের মতো নরম


কেউবা আবার দিচ্ছে গালি নেই লজ্জা সরম।


তাইতো বলি আবেগের বসে করোনা ভুল
যেতে হবে বহু দুর


সামলে নিও নিজেকে যতোই বাঁধা আসুক কেটে যাবে নিবৃতে।।